দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বুধবার সকালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর নিজ চেম্বারে ফিরেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।
বুধবার সকালে যুদ্ধ অপরাধের দায়ে দন্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ সাংবাদিকদের নিজের মতামত এবং রায় বিষয়ে অভিমত জানান। এসময় তাঁকে চঞ্চল দেখা যায়।
সাংবাদিকদের সাথে কথা শেষে তুরিন আফরোজ ফিরে যাওয়ার পথে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে জান। এসময় তাঁকে উপস্থিত উকিল এবং সাংবাদিকরা ধরা ধরি করে গাড়িতে তুলে দিলে তাঁকে ঢাকার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তুরিন আফরোজ বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে মানবতা বিরোধী সকল মামলায় প্রধান আইনজীবী হিসেবে ভূমিকা রেখে আসছেন। এর আগে তুরিন আফরোজের নিজের কামরার ব্যক্তিগত কম্পিউটার থেকেও তথ্য চুরি সহ নানান বিষয়ে সংবাদ মাধ্যমে আলোচনার ঝড় উঠে।