দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৌদি আরবের রিয়াদে একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ২ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এই দুজনই ওই ফোম কারখানায় কর্মরত ছিলেন।
ফাইল ফটো
সৌদি আরবের রিয়াদে অগ্নিদগ্ধ হয়ে ২ বাংলাদেশী যুবক রবিউল ইসলাম (৩৩) এবং ইকবাল হোসেন (৩২) মারা গেছে। গত মঙ্গলবার রাত ১টার দিকে রিয়াদের সোলাই নামক এলাকার একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় তাদের প্রাণহানি ঘটে।
জানা গেছে, নিহত রবিউল ইসলাম কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার জনপ্রতি গ্রামের আব্দুল গনির ছেলে। অপরজন ইকবাল হোসেন একই উপজেলাস্থ রাজারচাতিটোলা গ্রামের ইস্রাফিল আলমের ছেলে।
জানা যায়, উভয় বাংলাদেশী নাগরিক ওমর মোহাম্মদ আল ফেয়ারি ট্রেডিং নামে একটি ফোম কারখানার কর্মরত ছিলেন। অগ্নিকাণ্ডের সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন।