দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এখন সারাবিশ্বে চলছে আইফোন উৎসব, হ্যাঁ আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাসের এই উৎসবে সারাবিশ্বের প্রযুক্তিপ্রেমীরা টালমাটাল। সেই উৎসব ছুয়ে গিয়েছে সুদূর যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ হয়ে এশিয়ার জাপান, সিঙ্গাপুর আর মালয়েশিয়া। আজ আমরা সেই প্রযুক্তি উৎসবের কিছু ছবি আপনাদের জন্য তুলে ধরবো।
জাপানে গত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাসের বিক্রি। অ্যাপল স্টোরের সামনে এই জাপানি সুসি গার্লের মুখে ফুটে উঠেছে যুদ্ধ জয়ের হাসি। আর তা হলো আইফোন কিনতে পারার হাসি।
ফ্রান্সের প্যারিসেও বিক্রি শুরু হয়েছে নতুন আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাসের। কিন্তু প্যারিসের অ্যাপল স্টোরের সামনে লাইনে দাঁড়িয়ে শেষ মুহুর্তে আইফোন কিনতে না পারার দুঃখে এই ব্যক্তি খুবই হতাশ।
পরদিন সকাল থেকে শুরু হবে আইফোন বিক্রি, আর এই আইফোনপ্রেমীরা রাত থেকে জড় হয়েছেন অ্যাপল স্টোরের সামনে। সিঙ্গাপুরের অ্যাপল স্টোরের সামনে থেকে তোলা এই ছবি।
সিঙ্গাপুরের একটি কলেজের শিক্ষার্থি হলেন ব্রন ত্যান। আইফোন কিনতে পারার খুশিতে মাকে নিয়ে অ্যাপল স্টোরের সামনেই তুলছেন সেলফি।
জার্মানির এই ব্যক্তি দুটি আইফোন কিনতে পারার কারণে নিজেকে যুদ্ধজয়ী বীর ভাবছেন। ক্যমেরার সামনে তার ছবি তোলার ভঙ্গিটি তাই বলছে।
জাপানি এই দুই শিক্ষার্থির উচ্ছ্বাসই বলে দিচ্ছে তারা আইফোন ৬ পেয়ে কতটা খুশি। আর হবেই না কেন সারারাত অ্যাপল স্টোরের সামনে দাঁড়িয়ে থেকে তবেই কেনা এই ফোন।