দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ, দুর্গাপূজা ও সাপ্তাাহিক ছুটি মিলিয়ে ৫ দিনের ছুটি শেষে আজ সরকারি অফিস-আদালত খুললেও উপস্থিতি নেই একেবারেই। অফিস পাড়া একেবারে নীরব-নিস্তব্ধ।
ফাইল ফটো
৩ অক্টোবর ছিল শুক্রবার আবার ৪ অক্টোবর শনিবার সরকারি সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজার ছুটি। আবার ৫ থেকে গতকাল ৭ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত টানা ৫ দিন ছুটের ফেরে পড়ে। এই ৫ দিনের ছুটি শেষে আজ ৮ অক্বোরব সরকারি অফিস-আদালত খোলা। কিন্তু উপস্থিতি খুবই কম। ব্যাংক-বীমায় লেনদেন হয়েছে খুবই কম।
যারা রাজধানীর বাইরে গ্রামের বাড়িতে ঈদ করতে গেছেন তারা প্রায় সবাই ফিরবেন আগামী ১০ অক্টোবর অথবা ১১ অক্টোবর। সেই মোতাবেক বেসরকারি অফিস আদালত আগামী ১১ অক্টোবর চালু হবে। অপরদিকে আগামী ১২ অক্টোবর রবিবার থেকে সরকারি অফিস-আদালতে পুরোপুরিভাবে চালু হবে।
গতকাল ও আজও রাজধানী ঢাকার রাস্তাঘাট ছিল একেবারেই ফাঁকা। কোনোখানেই যানজট দেখা যায়নি। তবে ১২ অক্টোবর থেকে আবার যানজটের নগরি হিসেবে রূপ লাভ করবে রাজধানী ঢাকা।