The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

গাবতলীতে উট নিয়ে এক হুলুস্থুল কাণ্ড!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোরবানী ঈদ এলেই উটের দেখা মেলে। এবারও ঠিক তাই হয়েছে। গাবতলীতে উটের আমদানি ঘটেছে। কিন্তু গাবতলীতে উট নিয়ে এক হুলুস্থুল কাণ্ড ঘটে গেছে।

Camel & Gabtoli Hart

গতকাল শনিবার দুপুরের ঘটনা। গাবতলী পশুর হাটে চোখে পড়ে সারি সারি বাঁধা উট। সবাই আগ্রহ নিয়ে উটের দর-দামও করছেন। যদিও রাজধানীবাসী কোরবানীর গরু কিনবেন ঈদের দু’এক দিন আগে। রাখা এবং পালার জায়ড়া নিয়ে সবার রয়েছে সমস্যা। সে কারণে ঈদের আগ মুহূর্তেই গরু-ছাগল কেনার চিন্তা-ভাবনা থাকে সবার।

কিন্তু গাবতলীতে ওই উট নিয়ে ঘটলো হুলুস্থুল এক কাণ্ড। সারি সারি বাঁধা উটের একটি উট রশি ফসকে ছুটে গেলো। অমনি শুরু হলো হুলুস্থুল এক পরিস্থিতি। হাটজুড়ে শুরু হলো উটের দৌড়াদৌড়ি। এদিকে উটের পেছনে ছুটছেন বেপারী। কিভাবে তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন তারজন্য অস্থির হয়ে পড়লেন ওই বেপারী। এই অবস্থা দেখে হাটের ক্রেতারাও বেশ কৌতূহলী হয়ে উঠলেন। এক পর্যায়ে ঘিঞ্জি করে বাঁধা মহিষের সারিতে গিয়ে আটকে পড়ে দলছুট উটটি। সেখান হতে তাকে পাকড়াও করতেও বেশ নাস্তানাবুদ হন সবাই। কিন্তু তাও শেষ হলো না। পরে মহিষের ওপর দিয়ে লাফিয়ে পাশের নালাতে পড়ে গেলো উটটি। তারপর বহু কষ্টে সেখান থেকে তাকে বেঁধে আনা হয়। কিছুক্ষণের জন্য সবাই যখন স্বস্থির নিঃশ্বাস ফেলতে লাগলেন, তখন ঘটলো আরেক ঘটনা।

হাটের বাইরের অংশে শতাধিক মানুষের জটলা দেখা গেলো। দূর থেকে দেখা গেল কিছুক্ষণ পর পর এদিক-সেদিক ছুটাছুটি করছে মানুষ। সেখানে আসলে কি ঘটলো। পরে জানা গেলো, নরসিংদীর রায়পুরার হাজি সামাদ নামে জনৈক ব্যক্তি সাড়ে ৫ লাখ টাকায় একটি উট কিনেছেন। নিজের বাড়িতে উটটি নিতে ভাড়া করেছেন একটি ট্রাক। কিন্তু উট গো ধরেছে যে সে ট্রাকে চড়বে না। ১০/১৫ জনের চেষ্টাও শেষ পর্যন্ত বিফল হলো। ৫/৬ ফুট উঁচু ট্রাক থেকে বার বার লাফিয়ে নেমে যাচ্ছে উটটি। এতেই ভয়ে ছোটাছুটি করছেন দর্শনার্থীদের। পরে অবশ্য দুই পা বেঁধে চ্যাংদোলা করে তোলা হয় উটটিকে।

উল্লেখ্য, কোরবানির ঈদ এলে এসব উট আসে ভারত থেকে। অনেকেই কিনেন কোরবানী দেওয়ার জন্য। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা উট কোরবানী করেন নাম কেনার জন্য। তথ্যসূত্র: সমকাল অনলাইন

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali