The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

নিকারাগুয়ায় প্রবল বৃষ্টিপাত: জীবন-যাত্রা অচল: নিহত ২২: ৩২ হাজার মানুষ গৃহহীন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিকারাগুয়ায় প্রবল বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। এতে জীবন-যাত্রা অচল হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এ পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছে। ৩২ হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

Nicaragua Precipitation

প্রবল খরা কিংবা প্রবল বৃষ্টি উভয় মানুষের জীবনকে বিষিয়ে তোলে। প্রাকৃতিক এসব দুর্যোগ মোকাবেলা করেই বেঁচে থাকতে হয় মানুষকে। এমনই ঘটনার সূত্রপাত ঘটেছে নিকারাগুয়ায়। সেখানে কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে জীবন-যাত্রা অচল হয়ে গেছে। এ পর্যন্ত মারা গেছে অন্তত ২২ জন। ৩২ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

Nicaragua Precipitation-3

বিবিসি জানিয়েছে, মৃতদের মধ্যে ৯ জন রাজধানীর মানাগুয়ায় দেওয়াল চাপা পড়ে নিহত হয়েছেন। মুষল ধারার এই বৃষ্টিপাতের সময় হঠাৎ একটি দেওয়াল ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। বাকি ১৩ জন ভূমিধস ও বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় নিহত হয়েছেন। এমন অবস্থায় মানাগুয়ার বিভিন্ন অংশ হতে ভূমিধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে জরুরি বিভাগের কর্মীরা সরিয়ে নিয়েছে।

Nicaragua Precipitation-2

সরকারের মুখপাত্র রোজারিও মুরিল্লো বলেছেন, সেপ্টেম্বর হতে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে গৃহহীন লোকদের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। মানাগুয়া হতে সরিয়ে নেওয়া পরিবারগুলোকেও ওই আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি। এদিকে প্রবল বৃষ্টিপাতে নিকারাগুয়ার প্রতিবেশী দেশ এল সালভাদর, হন্ডুরাস ও গুয়াতেমালায়ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...