দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দলীয় নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে জামায়াতে ইসলামী আবার বৃহস্পতিবার হরতাল ডেকেছে। মঙ্গলবার মহররমের সরকারি ছুটি থাকায় বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার হরতালের ডাক দেওয়া হয়েছে।
জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায়ের পর তার মুক্তির দাবিতে এক দিন হরতাল ডেকেছে তার দল জামায়াতে ইসলামী। গতকাল জামায়াতের নায়েবে আমির অবশ্য ‘একটি ফাঁসির রায় হলে সপ্তাহজুড়ে টানা হরতালের’ হুমকি দিয়েছিলেন। আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার পর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এই হরতালের ঘোষণা দেন।
এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘মীর কাসেম আলীসহ আটক জামায়াত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আগামী ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা হতে ৭ নভেম্বর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল পালিত হবে।’
উল্লেখ্য, দলের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর ৩ দিন ৭২ ঘণ্টার হরতালের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। সেই হরতালের আজ রবিবার দ্বিতীয় দিন চলছে। এই কর্মসূচির মধ্যেই মীর কাসেমের রায় আসায় নতুন করে বৃহস্পতিবারের হরতাল কর্মসূচি ঘোষণা করা হলো।