The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

বিকল্প জ্বালানি মানুষের মল: যা দিয়ে চলছে বাস!

ইংল্যান্ডে পানি সরবরাহ এবং সুয়ারেজ সেবা প্রতিষ্ঠান ওয়েসেক্স ওয়াটার এমন একটি বাস তৈরি করেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে মানুষের মল। আর এই মল দিয়েই চলছে বাস। ইংল্যান্ডে পানি সরবরাহ এবং সুয়ারেজ সেবা প্রতিষ্ঠান ওয়েসেক্স ওয়াটার এমন একটি বাস তৈরি করেছে।

Bio-Bus-02

জ্বালানি নিয়ে সমগ্র বিশ্ব যখন নানা রেকমের চিন্তা-ভাবনা করছে ঠিক তখন ইংল্যান্ডে পানি সরবরাহ এবং সুয়ারেজ সেবা প্রতিষ্ঠান ওয়েসেক্স ওয়াটার (Wessex Water) এমন একটি বাস তৈরি করলো যার জ্বালানি হবে মানুষের মল। আর এটিকে নবায়নযোগ্য শক্তিচালিতও পরিবেশবান্ধব পৃথিবীর একমাত্র যাত্রীবাহী বাস হিসেবে দাবি করেছে ওই প্রতিষ্ঠানটি। মূলত ওই বাসটি জৈব মিথেন গ্যাস চালিত ইঞ্জিনে চলাচল করে। আর এই মিথেন গ্যাস উৎপাদন করা হচ্ছে মানুষের মল (বর্জ্য) থেকেই।

সম্প্রতি ওই কোম্পানিটি এই বাস ব্রিস্টলের রাস্তায় পরীক্ষামূলকভাবে নামিয়েছে। মানুষের বর্জ্যকে আরও বিভিন্ন কাজে ব্যবহার উপযোগী করার একটি পরিকল্পনার অংশ হিসেবেই তাদের এই উদ্যোগ।

Bio-Bus

ওয়েসেক্স ওয়াটারের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৭ বছরের প্রচেষ্টার ফসল আজকের এই বাস। তারা বহু দিন থেকেই এরকম একটি প্রকল্প হাতে নিয়ে কাজ করছেন। বর্তমানে তারা এমন একটি ব্যবস্থার উদ্ভাবন করেছেন যার মাধ্যমে মানুষের মল হতে জৈব মিথেন গ্যাস উৎপন্ন করা হয়। আর সে গ্যাস সাড়ে ৮ হাজার বসতবাড়ির প্রয়োজন মেটানো সম্ভব। সেইসঙ্গে যাত্রীবাহী বাসের জ্বালানি চাহিদাও মেটানো সম্ভব।

তাদের ‘GENeco’ নামে ওই প্রকল্পের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাদিক এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে বলেন, ‘যুক্তরাজ্যের শহরগুলোর বায়ু গুণগত মান উন্নয়নে গ্যাস চালিত যানবাহনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু এই জৈব বাস আরও বেশি ভূমিকা রাখবে, কারণ এর জ্বালানি হবে এখানকার অধিবাসীদেরই মল হতে। আবার তারাই এই বাসের যাত্রী।’ এই পদ্ধতি একদিকে টেকসই জ্বালানি ব্যবস্থাই উপহার দেবে, অপরদিকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতাও কমাবে বলে মনে করেন মোহাম্মদ সাদিক। তথ্যসূত্র: news.sky.com

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali