দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উট মারার খেসারত দিতে হয়েছে এক গাড়ি চালককে। আদালত তাকে জরিমানা করেছে দেড় লাখ টাকা! আবু ধাবির দাফরা আদালতে ঘটেছে এই জরিমানার ঘটনা।
শোনা যায় হাতি মরলেও লাখ টাকা। কিন্তু উট মরলে লাখ টাকা পাওয়া যায় এমন কথা কখনও শোনা যায়নি। এবার তাই হয়েছে, এক মরা উটের দাম লাখ টাকা! কথাটা শুনে একটু অবাক হতে পারেন। কিন্তু ঘটনাটি সত্যি। আবু ধাবির দাফরা আদালতে এক ব্যক্তির গাড়ির নিচে পড়ে মারা গেছে একটি উট। তাই তাকে জরিমানা করা হয়েছে ১০,০০০ দিনার। যা বাংলাদেশী মূদ্রায় জরিমানার মূল্য প্রায় দেড় লাখ টাকা।
আদালত মনে করেছে যে, অভিযুক্ত ব্যক্তির বেপরোয়া গাড়ি চালনোর কারণেই একটি উট মারা গেছে। উটের মালিক সেজন্য আদালতে মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত ব্যক্তিকে অতিরিক্ত আরও ৩,৫০০ দিনার জরিমানা করা হয়েছে বেপোরায়া গাড়ি চালানোর অপরাধে।
উল্লেখ্য, জরিমানা করার পর ওই অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করে বলেছেন, পুলিশ তাকে মিথ্যে মামলায় জড়িয়ে ফাসানোর চেষ্টা করছে। তিনি এমন অপরাধ করেননি।