দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মুক্তির অপেক্ষায় রয়েছে সাইমন-ববি জুটির প্রথম চলচ্চিত্র শফিক হাসানের ‘স্বপ্নছোঁয়া’। আগামী ১২ ডিসেম্বর সারাদেশে ছবিটি মুক্তি পেতে পারে।
![১২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শফিক হাসানের ‘স্বপ্নছোঁয়া’ [ভিডিও] 1 dream touches](https://thedhakatimes.com/wp-content/uploads/2014/12/dream-touches-600x363.jpg)
১২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সাইমন-ববি জুটির প্রথম চলচ্চিত্র শফিক হাসানের ‘স্বপ্নছোঁয়া’। ইতিমধ্যে রাজধানীর মধুমিতা, বলাকা, জোনাকিসহ দেশের বিভিন্ন সিনেমা হলগুলোতে বুকিং দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা শফিক হাসান।
নির্মাতা শফিক হাসান জানিয়েছেন, দেশের বড় বড় সিনেমা হলগুলো বুকিং দেওয়া হয়ে গেছে। এ পর্যন্ত ৭২টি হল বুকিং দিয়েছি। এখন শুধু ছোট হলগুলোর বুকিং প্রক্রিয়া চলছে। প্রচার-প্রচারণার জন্য দেশের বিভিন্ন জায়গায় বিলর্বোড লাগানো সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেছেন, এ চলচ্চিত্রটি নিয়ে আমি শতভাগ আশাবাদী। সাইমন-ববি জুটির প্রথম ছবি হলেও এই ছবিটিতে দু’জনই অনেক ভালো অভিনয় করেছেন। আবার দুজনেরই ভালো দর্শক জনপ্রিয়তাও রয়েছে। দর্শকরাও এ জুটিকে প্রথমবারের মতো দেখতে হলে যাবেন।
‘স্বপ্নছোঁয়া’ সাইমন-ববি জুটির পাশাপাশি আরও অভিনয় করেছেন তানভির, মিশা সওদাগর, কাজী হায়াৎ, প্রবীর মিত্র, রেবেকাসহ আরও অনেকে। মুন্নি প্রোডাকশন প্রযোজিত ‘স্বপ্নছোঁয়া’ চলচ্চিত্রটি মনির রেজার লেখা চিত্রনাট্য নিয়ে নির্মিত হয়েছে। একটি আইটেম গানসহ মোট ৫টি গানের সংগীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন। ইতিমধ্যেই ‘স্বপ্নছোঁয়া’ চলচ্চিত্রটির ভিডিও ট্রেইলার ইউটিউবে ব্যাপক সাড়া পড়েছে।
দেখুন ‘স্বপ্নছোঁয়া’ ছবিটির ভিডিও ট্রেইলার
https://www.youtube.com/watch?v=Vg76eYzqWok