The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

নায়িকা আইরিনের চ্যালেঞ্জ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নায়িকা আইরিন এবার নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। দেবাশীষ বিশ্বাসের একটি ছবিতে ডেব্যু হলেও সে ছবির ফলাফল ভাল হয়নি। তারপরও নিজের চলচ্চিত্র নিয়ে মাটি কামড়েই থাকতে চান আইরিন।

Irin-2

আইরিন মাঝে কিছুদিন আগে বেশ ঘটা করে এক আনকোরা পরিচালকের ছবিতে কাস্ট হওয়ার পরও পরবর্তীতে কাস্টিং কাউচের ভয়ে পরিচালকের অনৈতিক খবরের কারণে কাজটি বাদ দেন।

আইরিন এবার নতুন প্রযোজক-পরিচালকের হাত ধরেই কাজ করছেন। তবে হাতের চলচ্চিত্রগুলোর ভবিষ্যৎ না জানলেও চলচ্চিত্রে টিকে থাকলে যে একটা সময় ভাল ফলাফল পাওয়া যাবে সেই চ্যালেগ্জ নিয়েই কাজ করে চলেছেন।

Irin

আইরিন বলেন, ‘আমি অল্পতেই হাল ছাড়তে রাজি নই। এ কারণে ভাল কিছু কাজের অপেক্ষায় রয়েছি।’ চলচ্চিত্রের কাজ নিয়ে আইরিন বলেছেন, ‘সম্প্রতি এস এ হক অলীক ভাইয়ের একটি কাজ শুরু করলাম। রোমান্টিক ধারার চলচ্চিত্র নির্মাণে বরাবরই তিনি ভাল করেন। সেই ধারায় এই ছবিটি নিয়েও আমি আশাবাদী।’

আবারও নতুন প্রযোজকের সাথে আইরিনকে নিয়ে চলচ্চিত্র শুরু করেছেন। তবে এই চলচ্চিত্রে আইরিনের বিপরীতে এক নবাগতকে নিয়ে নিরীক্ষা করছেন। এই নিরীক্ষাটি কতটা ফলপ্রসূ হয়, সেটিই এখন দেখার বিষয়।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...