দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে মোবাইল ফোন আমাদের সমাজে নানাভাবে কাজে আসছে সেই মোবাইল ফোনের কারণেই গতকাল ৩০ মার্চ একজন পুলিশ কর্মকর্তাকে জীবন দিতে হলো। মোবাইল ফোনে কথা বলতে বলতে তিনি ট্রেনের ধাক্কায় নিহত হন। ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরা এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, নিহত আমিনুল ইসলাম (৪৮) ভোলা গোয়েন্দা পুলিশের ওসির দায়িত্বে ছিলেন। শনিবার ৩০ মার্চ সকালে রাজধানীর উত্তরায় দুর্ঘটনার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে উত্তরার সাত নম্বর সেক্টরের জয়নাল মার্কেটের সামনে দিয়ে রেলক্রসিং পার হচ্ছিলেন আমিনুল ইসলাম। এ সময় মোবাইল ফোনে কথা বলতে থাকায় ট্রেন চলে আসার বিষয়টি তিনি বুঝতে পারেননি। বাহাদুরাবাদগামী অগ্নিবীণা এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান পুলিশ পরিদর্শক আমিনুল। চিকিৎসার জন্য ১০দিনের ছুটি নিয়ে ২৯ মার্চ ঢাকায় আসেন আমিনুল ইসলাম। দুর্ঘটনাস্থলের কাছে জয়নাল মার্কেটের পাশেই তার বাসা।
উল্লেখ্য, মোবাইল ব্যবহারে সকলকেই সতর্ক হওয়া উচিত। কারণ ইদানিং মোবাইল ফোনের ব্যবহার এতো মাত্রায় বেড়েছে যে, প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনেই বেশি ব্যবহার হচ্ছে মোবাইল ফোন। অনেক সময় দেখা যায় গাড়ি অথবা মোটর সাইকেল চালানো অবস্থায় মোবাইলে কথা বলতে। এমনটি কখনও করা উচিত নয়। কারণ সামান্য অসতর্কতার কারণে জীবন বিপন্ন হতে পারে-গতকালের ঘটনা অন্তত সে কথায় স্মরণ করিয়ে দেয়।