দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমিন আমিন ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ তীর। মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম জমায়েত হিসেবে খ্যাত তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার ১ম পর্ব আজ আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে।
মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম জমায়েত হিসেবে খ্যাত তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার ১ম পর্ব আজ আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে। টঙ্গীর তুরাগ নদীর তীরে আয়োজিত এই তিন দিনের আজ শেষ দিন। আখেরী মোনাজাতের মাধ্যমে ১ম পর্বের সমাপ্ত ঘটতে যাচ্ছে। পুরো তুরাগ এলাকা আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে পুরো তুরাগ তীর।
সারাদেশে ২০ দলের অবরোধ অব্যাহত থাকলেও তুরাগ তীর দেখে তা কোনোভাবেই বোঝা যায়নি। কারণ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্নভাবে মুসল্লীরা হাজির হয়েছেন বিশ্ব ইজতেমায়। লক্ষ লক্ষ মানুষের সমাবেশ এটি। এখানকার বিশাল জামাতে নামাজ আদায় এক সোওয়াবের বিষয় বলে সমবেত হন সবাই। দেশ বিদেশ হতে হাজির হয়েছে লক্ষ লক্ষ মুসলমান। ফজর থেকে শুরু হয় আম বয়ান। চলে বিরতিহীনভাবে। বাংলা, উর্দু, ফারসি, হিন্দি বিভিন্ন ভাষায় বয়ান হয় এখানে।
উল্লেখ্য, আগামী সপ্তাহে শুক্রবারে ২য় ও সর্বশেষ পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আগামী রবিবার আখেরী মোনাজাতের মাধ্যমে এ বছরের মতো শেষ হবে তাবলীগ জামাতের এই বিশাল গণজমায়েত।