দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমিন আমিন ধ্বানিতে মুখরিত হবে আজ তুরাগ তীর। প্রথম পর্বের আখেরী মোনাজাত আজ সাড়ে ১১টা থেকে ১টার মধ্যে অনুষ্ঠিত হবে।
আজ আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হবে টঙ্গীর তুরাগ তীর। বিশ্বের লক্ষ লক্ষ মুসলমানদের আগমনের এক মহাসম্মিলন ঘটেছে টঙ্গীর তুরাগ তীর। দেশের ৬২ জেলার এই প্রথম পর্বে অংশগ্রহণ করার কথা থাকলেও এর বাইরের জেলাগুলোর ধর্মপ্রাণ মুসলমানরা হাজির হয়েছেন মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম মহাসমাবেশ বা যাকে ‘দ্বিতীয় হজ্ব’ বলে আখ্যায়িত করা হয় সেই বিশ্ব ইজতেমা।
গত শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের অনুষ্ঠান। এরপর জুমার নামাজে লক্ষ লক্ষ মুসলমান হাজিন হন। বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরাসহ রাজধানীর বহু ধর্মপ্রাণ মুসলমান হাজির হন এদিন জুমার নামাজে শরীক হওয়ার জন্য।
কলি জামানা হিসেবে এই জামানাকে অনেক সময় বলা হয় মানুষের মধ্যে অধর্ম বেড়ে যাচ্ছে। কিন্তু বিশ্ব ইজতেমার মহা সম্মিলন চোখে দেখলে মানুষের সে ধারণা পাল্টে যাবে। মানুষ যে যে পথেই ধাবিত হোক, পরকালের ভয় সকলের মধ্যেই রয়েছে। অবস্থাদৃষ্টে মনে হয় মানুষ এখনও মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের জন্য শত মাইল পাড়ি দিয়ে হাজির হয়েছেন। পরকালের মুক্তির জন্য মানুষ উদগ্রিব।
আজ রবিবার ফজরের নামাজের পর থেকেই হাজার হাজার মানুষ ছুটেছেন টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরী মোনাজাতে শরীক হতে। আজ কতক্ষণ পরই টঙ্গীর তুরাগ তীরের আমিন আমিন ধ্বনি শুধু তুরাগ তীরই নয় ইলেকট্রনিক মিডিয়ার বদৌলতে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে প্রকম্পিত করবে। মহান আল্লাহর রহমতের আশায় দুহাত তুলে মোনাজাত করা হবে।
গত শুক্র ও শনিবার দুই দিনে বিশ্ব ইজতেমায় আশা অন্তত ১০ জন মুসল্লি ইন্তেকাল করেছেন বয়সের কারণে।
আজ সকাল থেকেই রাজধানী ঢাকা থেকে টঙ্গীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান। যে যে ভাবে পারছেন সেভাবেই রওয়ানা দিয়েছেন মোনাজাতে অংশ নেওয়ার জন্য। কেও পায়ে হেটে, কেও বাসে, কেও টেম্পোতে এমনকি পিকাপে ঠেলে উঠেছেন কেও মোনাজাতে অংশ নেওয়ার জন্য। লক্ষকোটি মুসলমানদের এই রহমতের আকুতি যেনো রাব্বুল আলামিত কবুল করেন আমাদেরও সেই প্রত্যাশা্