দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বখ্যাত তারকাদের কখন কি মতি হয় তা বোঝা বড়ই মুশকিল। অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজ এমন এক কাণ্ড করে বসলেন। গায়ে সাপ জড়িয়ে নগ্ন হলেন জেনিফার লরেন্স!
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, কলম্বিয়ার লাল লেজ বিশিষ্ট ‘বোয়া’ অজগর সাপ গায়ে জড়িয়ে নগ্ন ছবির জন্য পোজ দিলেন এই অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজ। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিন এই ছবিটি পোস্ট করেছে ইন্সস্টাগ্রামে। এই ছবিটি তোলা হয় ২০১৪ সালের জুলাইয়ে।
ওই খবরে বলা হয়েছে, হলিউড হিলসের একটি বাড়িতে ছবিটি তোলেন জেসিকা ডাইহল। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে, ছবিটি জেনিফারের শক্তি, যৌনতা এবং স্নিগ্ধতার এক মেলবন্ধন। ওই ম্যাগাজিনের আগামী মাসে (মার্চ সংখ্যায়) এটি প্রকাশিত হবে। ফটোশুটে ‘হাঙ্গার গেম’ তারকা লরেন্স ভীত তো ছিলেনই না বরং তিনি খুবই স্বাচ্ছদ্য ছিলেন।
উল্লেখ্য, একই ধরনের অপর একটি ছবিতে পোজ দেন পপ গায়িকা ব্রিটনি স্পেয়ার্স। তাছাড়া ১৯৮১ সালে ‘ভোগ’ ম্যাগাজিনের জন্য প্রায় একই রকম ফটোশুট করেছিলেন এক মডেল কিঙ্কস্কি।