দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্লেনের টিকেট এবার পাওয়া যাচ্ছে ট্রেনের টিকেটের চেয়েও সস্তা দামে। এয়ারলাইন প্রতিষ্ঠানগুলোর ভাড়া কমানোর প্রতিযোগিতায় ট্রেনের ভাড়ার চেয়েও উড়োজাহাজ ভ্রমণকে সস্তা করে দিচ্ছে। ঘটনাটি ভারতের।
কখনও আপনি যদি শোনেন যে, ট্রেনের ভাড়ায় প্লেনে যেতে পারবেন তখন আপনার কেমন লাগবে? নিশ্চয়ই আপনি ট্রেনের পরিবর্তে প্লেনে ভ্রমণের পরিকল্পনা করবেন। ঠিক তাই এমন ঘটনা ঘটেছে ভারতে। এয়ারলাইন প্রতিষ্ঠানগুলোর ভাড়া কমানোর প্রতিযোগিতায় ট্রেনের ভাড়ার চেয়েও উড়োজাহাজ ভ্রমণকে সস্তা করে দিয়েছে। আর এটি করেছে ভারতের স্বল্প খরুচে এয়ারলাইন প্রতিষ্ঠান স্পাইসজেট। জেট এয়ারওয়েজ, ইন্দিগো, গোএয়ার, এয়ারএশিয়া ইন্ডিয়ার পর ভাড়া কমিয়ে যাত্রীদের কাছে টানার প্রতিযোগিতায় এ ভাড়ার কথা ঘোষণা করলো।
অভ্যন্তরীণ রুটে (ডোমেস্টিক ফ্লাইট) ভ্রমণের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। ১১ ফেব্রুয়ারি হতে মাত্র ৫৯৯ রুপির টিকিট ছেড়েছে তারা। একইসঙ্গে আন্তর্জাতিক ভ্রমণে (ইন্টারন্যাশনাল বিশেষ কিছু রুট ছাড়া) ৩৪৯৯ রুপিরও টিকিট ছেড়েছে এই প্রতিষ্ঠানটি।
বিশেষ এই অফারের মোট ৪ লাখ টিকিট বিক্রি করবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ভ্রমণ করা যাবে আগামী ১ জুলাই হতে ২৪ অক্টোবরের মধ্যে।
১১ ফেব্রুয়ারি এক বিবৃতিতে স্পাইসজেট এই অফার ঘোষণা করে এখন পর্যন্ত সবচেয়ে কম খরচে উড়োজাহাজ ভ্রমণের সুযোগ করে দিলো। যদিও ঘোষিত অফারের ফ্লাইটগুলো অভ্যন্তরীণ রুটের মন্দা মৌসুম বলে বিবেচিত (জুলাই- অক্টোবর পর্যন্ত) সময়ের মধ্যে রাখা হয়েছে।
ভাড়া কমানোর প্রতিযোগিতায় নামা ব্যবসায়িক কৌশলেরই অংশ ইঙ্গিত দিয়ে স্পাইসজেটের প্রধান নির্বাহী সঞ্জীব কাপুর বলেছেন, ‘খালি আসন নিয়ে উড়োজাহাজ যাত্রা কোনো অপরাধের চেয়ে কম নয়। সেজন্য এই অফার নিয়ে আসা হয়েছে। ট্রেনের এসি কোচের ভাড়ার চেয়েও কমে উড়োজাহাজ ভ্রমণের এই অফারটি যাত্রীদের জন্য আনতে পেরে আমরা নিজেদের আত্মতৃপ্ত মনে করছি।’