The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

পাক-ভারত পরমাণু যুদ্ধ কি আসন্ন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে বড় ধরনের কোনো সন্ত্রাসী হামলা করা হলে পাকিস্তানে ব্যাপক সামরিক অভিযান শুরু করতে পারে এমনটিই আভাস পাওয়া গেছে। এমন এক পরিস্থিতিতে প্রশ্ন, পাক-ভারত পরমাণু যুদ্ধ কি আসন্ন?

India-Pakistan nuclear war

ভারতে বড় ধরনের কোনো সন্ত্রাসী হামলা করা হলে পাকিস্তানে ব্যাপক সামরিক অভিযান শুরু করতে পারে এমনটিই আভাস পাওয়া গেছে। এমনকি এ সামরিক অভিযান বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলটিতে পরমাণু যুদ্ধেরও সূচনা করতে পারে বলে দুই মার্কিন বিশেষজ্ঞ অভিমত দিয়েছেন। সম্প্রতি দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন বিশেষজ্ঞ জর্জ পারকোভিচ এবং এ্যাশলে টেলিস সিনেট প্যানেলের শুনানিতে এই কথা জানান।

শুনানিতে ওই দুই বিশেষজ্ঞ বলেছেন যে, সীমান্তে বড় ধরনের হামলার জবাবে ভারত পাকিস্তানে সেনা অভিযান শুরু করলে পাকিস্তানও ছেড়ে কথা বলবে না। দেশটি ভারতের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে পারে- ওই বিশেষজ্ঞরা এমন আভাস দিয়েছেন।

সংবাদ মাধ্যম জানিয়েছে, স্টাডিজ কার্নেজি এনডোওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সদস্য পারকোভিচ আরও জানান, সুদূর ভবিষ্যতে দক্ষিণ এশিয়াতে পরমাণু অস্ত্র ব্যবহারের সবচেয়ে বেশি আশঙ্কা রয়ে গেছে। ভারত-পাকিস্তানের অস্বাভাবিক প্রতিযোগিতা হতে মূলত এই আশঙ্কার সৃষ্টি হচ্ছে। তথ্য: সংবাদ মাধ্যম সূত্রের।

Loading...