দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল এমন একটি ওয়াচ আবিষ্কার করেছেন যা নাকি ‘মৃত্যুর সময়’ জানিয়ে দেবে? যুক্তরাজ্য ভিত্তিক ‘রিহ্যাবস্টুডিও’ নামে একটি প্রতিষ্ঠান এমন আজগুবি দাবি করেছে।
যুক্তরাজ্য ভিত্তিক ‘রিহ্যাবস্টুডিও’ নামের ওই প্রতিষ্ঠান দাবি করেছে যে, তারা এমন একটি ওয়াচ আবিষ্কার করেছেন যে নাকি মৃত্যুর সময় জানিয়েছে দেবে। তারা অ্যাপলের উদ্ভাবিত প্রযুক্তি অ্যাপল ওয়াচ ফেসকে লাইফ ক্লক ব্যবহার করে মৃত্যুর সময় জানিয়ে দিতে পারবে বলে দাবি করছেন। এই ঘড়ি অনুযায়ী একজন ব্যক্তির স্বাস্থ্যকর কাজের জন্য, ওই ব্যক্তির জীবনের সময় যোগ করা হবে। আবার অন্যদিকে খারাপ অভ্যাসের জন্য জীবন হতে সময় বাদও দেওয়া হবে। এভাবেই নাকি নির্ধারণ করা হয়ে ‘মৃত্যুর সময়’!
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এই ধারণাটি নাকি প্রথম মাথায় আসে রিহ্যাবস্টুডিওর মালিক টম লির। তিনি বলেন, ‘আমরা একটা সুযোগ পেয়েছি এবং আমরা ভাবছি এটা ঠিক আছে। সময় যদি সত্যিই মানুষের ধরা ছোঁয়ার বাইরে থাকতো, তাহলে আমরা কি করতে পারতাম?’
উল্লেখ্য, আগামী মাসে ওই অ্যাপল ওয়াচ বাজারে ছাড়া হলে ঘড়িটিতে ৯টি অফিসিয়াল ফেস থাকবে বলে জানিয়েছে অ্যাপল।