দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বব্যাপী জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল এবার এমন এক কনট্যাক্ট লেন্স তৈরির ঘোষণা দিয়েছে যা শরীরের সুগার মাপবে।
বিশ্বব্যাপী জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল এবার কনট্যাক্ট লেন্স তৈরির ঘোষণা দিয়েছে য শরীরের সুগারের পরিমাণ জানাবে। এই লেন্স তৈরির জন্য যুক্তরাষ্ট্রের প্যাটেন্ট অথোরিটির নিকট হতে প্যাটেন্ট করিয়েছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, প্যাটেন্ট অনুযায়ী গুগল তার লেন্সে সেন্সর যুক্ত করবে। সেন্সরযুক্ত এই লেন্স অন্যসব কনট্যাক্ট লেন্সের মতোই চোখের কর্নিয়ায় বসানো যাবে। এই লেন্স শরীরে সুগারের পরিমাণ পরিমাপ করতে সক্ষম।
সার্চ ইঞ্জিন গুগল বলেছে, কনট্যাক্ট লেন্স তৈরির জন্য ইতিমধ্যেই ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভার্টিসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। ডায়াবেটিক রোগীদের রক্তের সুগারের পরিমাণ পরিমাপে এই গ্লাস ব্যবহার করা হবে। এতে বলা হয়েছে, গুগল গ্লাস ও কনট্যাক্ট লেন্স তৈরির জন্য পৃথক পৃথক প্রকল্প খুলেছে এই সার্চ ইঞ্জিন গুগল।