The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

আসছে নবাগত নায়িকা মৌমিতা মৌ’র ছবি ‘সোনার পুতুল’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের চলচ্চিত্রে নতুনদের আগমন ঘটবে এটিই স্বাভাবিক। এমনই এক নবাগত নায়িকা মৌমিতা মৌ’র আসছে নতুন ছবি ‘সোনার পুতুল’।

Moumita mau pictures coming

‘সোনার পুতুল’ নামে এই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নবাগত নায়িকা মৌমিতা মৌ। নয়ন মাহমুদের পরিচালনায় ছবিটিতে মৌমিতার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করবেন নবাগত ফয়সাল। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় নতুন এই ছবির শুটিংও শুরু হয়েছে।

জানা গেছে, ‘সোনার পুতুল’ ছবিতে মৌমিতাকে দেখা যাবে প্রেতাত্মায় ভর করা এক নারী হিসেবে। এই ছবিতে মৌমিতা ছাড়াও অন্যান্যের মধ্যে আরও অভিনয় করছেন- রেবেকা, কাবিলা, মিজু আহমেদ প্রমুখ।

Moumita mau pictures coming-2

নবাগত নায়িকা মৌমিতা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রথমবারের মতো একটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করছি। ভৌতিক টাইপের এই ছবিতে আমাকে ভূতে ধরা এক মেয়ের চরিত্রে দেখা যাবে। আমার উপর ভর করবে এক প্রেতাত্মা। আর এই ভূত ছাড়ানোর জন্য প্রয়োজন পড়বে সোনার পুতুল। এমন একটি কাহিনী নিয়েই এগিয়ে যাবে ছবিটির গল্প।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...