দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিসরে মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ বদিসহ সংগঠনটির ১৩ জ্যেষ্ঠ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
মিসরের নিষিদ্ধ ঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ বদিসহ সংগঠনটির অপর ১৩ জ্যেষ্ঠ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দেশজুড়ে বিশৃঙ্খলা এবং সংঘর্ষ বাধানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহাম্মদ বদিসহ ওই ১৪ জনকে গতকাল শনিবার মৃতুদণ্ড দেয় আদালত। মিসরীয় টেলিভিশনের বরাত দিয়ে এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।
এক প্রতিবেদনে বলা হয়, মুসলিম ব্রাদারহুডকে সমর্থন করা ও মিথ্যা তথ্য দেওয়ায় মার্কিন-মিসরীয় নাগরিক মোহাম্মদ সুলতানকেও যাবজ্জীবন জেল দিয়েছে ওই একই আদালত। জানা যায়, মোহাম্মদ সুলতান এই মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অন্যতম নেতা সালাহ সুলতানের পুত্র।