দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে সেলফি এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যে, মাঝে-মধ্যেই এই সেলফি নিয়ে হচ্ছে বাড়াবাড়ি। এমনই একটি খবর সকলকে হতবাক করেছে। সেটি হলো কবর থেকে মায়ের লাশ তুলে এক ব্যক্তি সেলফি তুললেন!
এমন একটি ব্যতিক্রমি সংবাদ দিয়েছে মধ্যপ্রাচ্যের টিভি চ্যানেল- এমবিসি টিভি। ওই টিভি কবরে বলা হয়েছে যে, শুধুমাত্র মায়ের মরদেহের সঙ্গে সেলফি তোলার জন্য কবর থেকে লাশ তুললেন এক লেবানিজ কবরস্থান রক্ষী।
ওই ব্যক্তির নাম দিয়াব সাইকলি। ওই কবরস্থান রক্ষী এমবিসির সঙ্গে এক সাক্ষাৎকারও দেন। এই সময় একজন মনস্তত্ববিদও এই বিষয়ে আলোচনা করেন। তবে দিয়াবের কোনো মানসিক সমস্যা নেই বলেই জানান মনস্তত্ববিদ।
দিয়াব জানান, তিনি কবরস্থানে সময় কাটাতে পছন্দ করেন। মৃতদের মধ্যে তিনি আলাদা রকমের সুখ খুঁজে পান। তিনি বেশ কিছু বিয়ের প্রস্তাব পেলেও তা প্রত্যাখ্যান করেছেন। এর কারণ হলো তিনি মৃতদের ছেড়ে অন্য কোথাও যেতে চান না। তিনি মাঝে-মধ্যেই মৃতদের সঙ্গে সেলফি তোলেন। কিন্তু শুধু মায়ের সঙ্গে তোলা ছবি তিনি সংরক্ষণ করেন। দিয়াব সাহসিকতার সঙ্গে বলেন, এই বিষয় নিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি মোটেও ভীত নন।