দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীর দিকে ধেয়ে আসছে ক্ষতিকর মহাজাগতিক রশ্মি। যেটি আজ রাত ১২.৩০ মিনিট হতে রাত ৩.৩০ মিনিট পর্যন্ত মোবাইল বন্ধ রাখুন! এমন খবরটি আসলেও একটি গুজব।
‘আজ রবিবার রাতে পৃথিবীতে ধেয়ে আসছে ক্ষতিকর এক উচ্চ তেজস্ক্রিয়তাসম্পন্ন কসমিক রে বা যাকে বলা হয়, মহাজাগতিক রশ্মি। সুতরাং ক্ষতিকর এই রশ্মি হতে রক্ষা পেতে হতেল রাত ১২.৩০ মিনিট হতে ৩.৩০ মিনিট পর্যন্ত আপনার মোবাইল ফোন বন্ধ রাখুন কিংবা শরীরের নিকট হতে দূরে কোথাও রাখুন।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইনবক্সে আজ হয়তো আপনি এরকম কোনো মেসেজ পেয়েছেন। এবং সেটা বিশ্বাস করে আতঙ্কিত হয়ে মেসেজটি প্রিয়জনকে ফরোয়ার্ডও করেছেন। কিন্তু এটা নিছকই একটা গুজব। গত ৭ বছর ধরে বিভিন্ন সময়ে এই ধরনের মেসেজ দিয়ে গুজব ছড়ানো হচ্ছে। বাস্তবে এই মেসেজের কোনো ভিত্তিই নেই।
আজ রোববার ২৬ এপ্রিল আবার নতুন করে একই ধরনের গুজব ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আর সে কারণে সংবাদ মাধ্যমগুলোতেও এ ধরনের কিছু খবর এসেছে। সিঙ্গাপুর টিভির খবরের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে, ‘রাত ১২.৩০ মিনিট হতে ৩.৩০ মিনিট পর্যন্ত মোবাইল ফোন বন্ধ রাখতে।
এই মেসেজের সত্যতা সম্পর্কে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এই মেসেজের আদোতে কোনো বাস্তব ভিত্তি নেই। এটি পুরোটাইেএকটা গুজব।’
অ্যাটমিক এনার্জি রিসার্চ এস্টাবলিশমেন্টের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ মাহমুদ হোসেন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ওজোন স্তর ভেদ করে কসমিক রে বা মহাজাগতিক রশ্মি সব সময়ই পৃথিবীর ওপর দিয়ে প্রবাহিত হয়ে থাকে। কিন্তু তা ক্ষতিকর মাত্রায় নয়। তবে মহাজগতে কোনো বিস্ফোরণ ঘটলে ‘কসমিক রে’ প্রবাহের মাত্রা বেড়ে যেতে পারে। যেহেতু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সুতরাং ‘কসমিক রে’ প্রবাহের মাত্রা বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনাও নেই। কিন্তু এর সঙ্গে মোবাইল ফোন বন্ধ বা খোলা রাখার কোনোই সম্পর্ক নেই।’