দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তখন মোবাইলের যুগ ছিল না। ছিল চিঠির যুগ। ক্রোয়েশিয়ান এক নারী মেরি। তার বন্ধু কানাডিয়ান এক ব্যক্তি। কানাডিয়ান বন্ধুটি মেরিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার উদ্দেশে তিনি চিঠি লিখবেন। জোনাথন নামের ওই কানাডিয়ান নিজের প্রতিশ্রুতি রেখেছেন। বোতলে ভর্তি করে পাঠিয়েছেন বান্ধবীর কাছে চিঠি। তবে ২৮ বছর পর ক্রোয়েশিয়ার সমুদ্র তীরে এসে পৌঁছেছে বোতলবদ্ধ সেই চিঠি!
ক্রোয়েশীয় একটি দৈনিকের ওয়েবসাইটে জানিয়েছে, দক্ষিণ আদ্রিয়াটিকের নেরেতভা নদী পরিষ্কার করার সময় সার্ফাররা ভেতরে কাগজসহ একটি আধা-ভাঙা বোতল খুঁজে পায়। মাতেয়া নামের ২৩ বছর বয়সী এক সার্ফার বোতলটি প্রায় ছুড়ে ফেলতে গিয়ে বোতলের ভেতরে ভেজা কাগজটি দেখতে পান। কাগজটিতে লেখা ছিল, ‘‘মেরি আপনি সত্যিই একজন মহান ব্যক্তি। আশা করি আপনার সঙ্গে যোগাযোগ হবে। আমি বলেছিলাম, আমি লিখব। আপনার চিরবন্ধু, জোনাথন, নোভা স্কোটিয়া, ১৯৮৫।’’ -এএফপি
redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.
চিঠি পৌঁছাল তবে ২৮ বছর পর!
Sign in