দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অজগরকে শিয়াল, হরিণ এমন অনেক বড় বড় জীব-জন্তু গিলে খাওয়ার দৃশ্য আমরা দেখেছি। এবার গাছে উঠে উড়ন্ত বাদুড়কে খেলো এক অজগর!
অজগরকে শিয়াল, হরিণ এমন অনেক বড় বড় জীব-জন্তু গিলে খাওয়ার দৃশ্য আমরা দেখেছি। এবার গাছে উঠে উড়ন্ত বাদুড়কে খেলো এক অজগর!
পেটে খিদে থাকলে যে কোনো প্রাণী মরিয়া হয়ে ওঠে খাদ্য খাওয়ার জন্য। এক পাইথনও ঠিক তেমনই এক উড়ন্ত বাদুড়কে খিদের চোটে একেবারে গাছে উঠে শিকার ধরলো। উড়ন্ত বাদুড়কে শিকার করতে বেশ কসরতও করতে হয় পাইথনকে।
অজগরটি প্রথমে অনেকটা নিঃশব্দে গাছে ওঠে। এরপর ঝুলে থাকা বাদুড়ের সামনে যেতেই শিকার বুঝতে পারে শিকারির উপস্থিতি। তখন বাদুড়টি উড়ার চেষ্টা করে। কিছুটা লাফ দিয়ে শিকার ধরে ফেলে অজগরটি। কিভাবে শিকার করা উড়ন্ত বাদুরকে অজগরটি গিলে খেলো মিলে স্টোভেরিংয়ের ক্যামেরায় ধারণ করা বাকি দৃশ্যটির ভিডিও দেখলেই বুঝতে পারবেন।
দেখুন সেই ভিডিওটি
https://www.youtube.com/watch?v=rtg3ljzjapQ