দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেক কাহিনীর কথা লিখেছি। কিন্তু আজ একটু ব্যতিক্রমি কাহিনী। আর তা হলো এক রাগী শিশুর কাহিনী। এতো ছোট শিশুর মেজাজ এমন হতে পারে?
সম্প্রতি ইউটিউব ব্যবহারকারী মিগুয়েল ফেলিক্স গাট একটি শিশুর মজার ভিডিও ক্লিপ আপলোড করেন। ১ মিনিট ২৬ সেকেন্ডের ভিডিওটি ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো শিশুর স্বভাবসুলভ হাসি-কান্নার ভিডিও এটি নয়। বরং এটি হলো রেগে তেলে বেগুনে জ্বলে উঠা অগ্নিশর্মা একটি শিশু। আর তাই মজা করে বলা হচ্ছে যে, ‘এটিই বিশ্বের সবচেয়ে রাগী শিশু!’
ইউটিউবে ইতিমধ্যে প্রায় ১০ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। সবকিছুতেই শিশুটি রুষ্ট হয়ে ভ্রূকুটি করছে। আর তাই আপনি যদি তাকে অন্য বাচ্চাদের মতোই মনে করেন, তবে আপনি ভুল করছেন!
শিশুটিকে মজা করে যদি আপনি হাসাতে যান, তাহলে ও তো হাসবেই না, বরং এমন একটা দৃষ্টি আপনাকে ফিরিয়ে দেবে- তাতে আপনি তাজ্জব বনে যাবেন!
দেখুন ভিডিওটি