দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সারাবিশ্বকে মাতিয়ে রেখেছে জঙ্গি সংগঠনগুলো। জঙ্গিগোষ্ঠী আইসিসের পরবর্তী টার্গেটে পরিণহত হয়েছে এবার ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এবং তাঁর পরিবার।
সারাবিশ্বকে মাতিয়ে রেখেছে জঙ্গি সংগঠনগুলো। জঙ্গিগোষ্ঠী আইসিসের পরবর্তী টার্গেটে পরিণহত হয়েছে এবার ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এবং তাঁর পরিবার।
ব্রিটেনের রেয়াদ খান ও রুহুল আমিন নামে দুই জঙ্গি রানী এবং তার পরিবারকে হত্যার ষড়যন্ত্র করেছিল। তবে তার আগেই বিমান হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। ব্রিট্রিশ পার্লামেন্টে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ তথ্য দিয়েছেন।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানান, আগামী ১৫ সেপ্টেম্বর হোয়াইট হলে আয়োজিত ৭০তম ‘ভি জে’ দিবস উদযাপনে উপস্থিত থাকবেন স্বয়ং রানী ও যুবরাজ চার্লসসহ রাজপরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর সেখানেই বোমা বিস্ফোরণ ঘটানোর ষড়যন্ত্র করছিল আইসিস জঙ্গি রেয়াদ খান এবং রুহুল আমিন। এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে ২১ আগস্ট রয়াল এয়ার ফোর্স সিরিয়ায় বিমান হামলায় মেরে ফেলে ওই জঙ্গিদের।