দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী হামিদকে নিয়ে ছিটমহল সমস্যা নিয়ে নির্মিত হচ্ছে ‘শেষ প্রহর’।
পরিচালক হাবিবুর রহমান হাবিব নির্মাণ করছেন বাংলাদেশ-ভারত ছিটমহল সমস্যা নিয়ে ‘শেষ প্রহর’ নামে একটি চলচ্চিত্র। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন- মৌসুমী হামিদ। ইতিমধ্যে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
আগামী ২ নভেম্বর হতে পঞ্চগড়ের দেবীগঞ্জে ছবির শুটিং শুরু হবে বলে জানানো হয়েছে। এই চলচ্চিত্র সম্পর্কে মৌসুমী হামিদ বলেছেন, ‘আমি সব সময় গল্পনির্ভর ছবিতে কাজ করতে পছন্দ করি। ছিটমহল কাহিনী নিয়ে ছবিটি নির্মিত হবে শুনে সঙ্গে সঙ্গে রাজি হয়েছি। ইতিমধ্যে গল্প লেখার কাজ শেষ হয়েছে। এই চলচ্চিত্রে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং।’ মৌসুমীর বিপরীতে কে অভিনয় করবেন সেটি অবশ্য এখনও জানানো হয়নি।
উল্লেখ্য, মৌসুমী হামিদ অভিনীত ‘ব্ল্যাকমানি’ এবং ‘ব্ল্যাকমেইল’ ছবি দুটি গত মাসে মুক্তি পায়। ছবি দুটিতে তাঁর বিপরীতে অভিনয় করেন সাইমন এবং আনিসুর রহমান মিলন।