The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

পাহাড়ের পাদদেশের এমন সুন্দর দৃশ্য কী অশান্তিময় হতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ খৃস্টাব্দ, ৬ কার্তিক ১৪২২ বঙ্গাব্দ, ৭ মহররম ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

beautiful view can be troublous

যে ছবিটি আপনারা দেখছেন সেটি পাহাড়ের পাদদেশে সারি সারি ঘরবাড়ির। অর্থাৎ এক কথায় বলতে গেলে একটি চমৎকার দৃশ্য।

অথচ চমৎকার এই দৃশ্যটিকে বলা হয়েছে, ‘পৃথিবীর বুকে সবচাইতে অশান্তিময় … স্থান’! দৃশ্যটি আর কোথাও নয়, আফগানিস্তানের। এই আফগানিস্তানকে বলা হয়েছে, ‘পৃথিবীর বুকে সবচাইতে অশান্তিময় … স্থান’! কারণ বোমা বিস্ফোরণ আর বন্দুকের গুলি যেখানে আতসবাতির মতো ফুটতে থাকে দিনে রাতে। ইসলাম শান্তির ধর্ম। সেই শান্তি বজায় রাখার দায়িত্ব ইসলামের ধারক-বাহক যারা তাদের। শুভবুদ্ধির উদয় হোক সকলের মনে- সেই কামনা আমাদের। ছবির জন্য আলোকচিত্রীকে ধন্যবাদ।

ছবি: muktoprithibi.com এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...