দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোয়ালিটিতে মোটামুটি ভালো দেশের বাজারে এমন সাশ্রয়ী মূল্যের আসুসের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। পঞ্চম প্রজন্মের এই ল্যাপটপটির মডেল হলো এক্স ৪৫৪ এলএ-৫০০৫ ইউ।
জানা গেছে, এই ল্যাপটপটির ১৪ ইঞ্চির এলইডি ডিসপ্লে। এতে আরও রয়েছে:
২.০০ গিগাহার্জ গতিসম্পন্ন পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই-৩ প্রসেসর
৪ জিবি র্যাম
ইন্টেলের ইন্ট্রিগ্রেটেড এইচডি গ্রাফিক্স ৪৪০০
এটির হার্ডডিস্ক ১ টেরাবাইট।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, আসুসের এই ল্যাপটপটিতে আরও রয়েছে বিল্ট ইন ব্লুটুথ, ল্যানজ্যাক ও অপারেটিং সিস্টেমের জন্য রয়েছে ফ্রি ডিওএস।
২.১০ কেজি ওজনের এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে পলিমার ব্যাটারি। যে কারণে ব্যাটারিতে সম্পূর্ণ চার্জ থাকলে সাড়ে ৪ ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে। বাংলাদেশে আসুসের একমাত্র পরিবেশক হলো গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
২ বছরের ওয়ারেন্টিসহ আসুসের এক্স ৪৫৪ এলএ-৫০০৫ ইউ মডেলের ল্যাপটপটির মূল্য ধরা হয়েছে ৩৫ হাজার টাকা।