দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরেন্দ্র মোদির হাত দেখানো একটি প্রকাশিত হয়েছে। তবে ছবিটি ছিল ঝাপসা। নরেন্দ্র মোদি হাত দেখালেন জ্যোতিষীকে, তবে কবে কখন বিষয়টি অজ্ঞাত রয়েছে।
ভারতের প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদির জোতিষীকে দিয়ে হাত দেখানোর বিষয়টি সংবাদ মাধ্যমের শিরোনামে পরিণত হয়েছে। তবে কবে কখন তিনি হাত দেখিয়েছেন তা জানা যায়নি।
তারিখবিহীন এই ছবির সামনে এনে মোদিকেই অস্বস্তিতে ফেলে দিলেন বেজান দারুওয়ালা। ছবিটিতে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী হাত বাড়িয়ে রয়েছেন; অশীতিপর এই জ্যোতিষীর দিকেই। ছবিটি ঝাপসা হলেও স্পষ্ট বোঝা যাচ্ছে, ভবিষ্যৎ জানতে হাত দেখাচ্ছেন নরেন্দ্র মোদি। দারুওয়ালা দাবি করেছেন, তিনি নাকি বলেছিলেন, মোদির হাতে লেখা রয়েছে দেশের প্রগতি ও উন্নয়ন। মোদি কবে নিজের ভবিষ্যৎ জানতে হাত দেখিয়েছিলেন, তা অবশ্য খোলাসা করেননি দারুওয়ালা নিজেও!