দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন খবর সত্যিই ব্যতিক্রম খবর। আগে আমরা কখনও শুনিনি যে বাচ্চা ধোয়ার লন্ড্রী থাকতে পারে। এবার আবিষ্কার হলো বাচ্চা ধোয়ার লন্ড্রী!
আমরা দেখেছি লন্ড্রী। যেখানে জামা-কাপড় ধুতে দেওয়া হয়। কিন্তু কখনও আমরা শুনিনি যে বাচ্চাদের ধোয়ার জন্য কোনো লন্ড্রী থাকতে পারে। এমন একটি ব্যতিক্রমি ঘটনার স্থান হলো ভারত। সেখানে বাচ্চা ধোয়ার লন্ড্রী রয়েছে। সেখানে কাপড়ের মতোই বাচ্চাদের ধোয়া হয়। এমন বিচিত্র ও উদ্ভট ঘটনা শুনে যে কেও আশ্চর্য হবেন। কিন্তু ঘটনাটি সত্যি। অন্তত ভিডিওটি দেখলেই বিষয়টি বুঝতে পারবেন।
এমন একটি ঘটনা দেখে যে কেও বিস্মিত না হয়ে পারবেন না। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, শিশু বাচ্চাদেরকে অভিনব পন্থায় গোসল করানো হচ্ছে। তবে গোসল বললে আসলে সেটি ভুল বলা হবে। তারা বাচ্চাদের লন্ড্রীর কাপড়ের মতো করে ধোলাই করছেন! তবে অনেকের কাছেই শিশুদের এমনভাবে গোসল করানোকে অমানবিক মনে হতে পারে। কিন্তু তাদের কাছে এমন একটি বিষয় একেবারেই স্বাভাবিক বিষয়।
দেখুন শিশুদের গোসলের ভিডিওটি
https://www.youtube.com/watch?v=8Ka-7TKH-rw&hd=1