দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নুসরাত ফারিয়া ও ওমের সঙ্গে ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘হিরো ৪২০’ ছবিতে এবার যোগ দিচ্ছেন সুচিত্রা সেনের নাতনী রিয়া সেন।
দুই বাংলার যৌথ প্রযোজনার ‘হিরো ৪২০’ সিনেমায় অভিনয় করছেন কোলকাতার অভিনেত্রী রিয়া সেন। ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কোলকাতার এসকে মুভিজ। পরিচালনা করছেন বাংলাদেশের সৈকত নাসির এবং কোলকাতার সুজিত মণ্ডল। গত শুক্রবার হতে কোলকাতার বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে চলচ্চিত্রটির দৃশ্যধারণ।
রিয়া সেনের সঙ্গে অংশ নিচ্ছেন কোলকাতার নায়ক ওম এবং বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া। ঢাকায় বিপিএল’র উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা করেন নায়িকা নুসরাত ফারিয়া। ওই অনু্ষ্ঠানে বলিউডের ঋত্বিক এবং জ্যাকুলিনসহ বাংলাদেশের খ্যাতিমান শিল্পী ও অভিনেতারা পারফরমেন্স করেন।
অনুষ্ঠান শেষ করে ভোরের ইতিমধ্যেই কোলকাতা চলে গেছেন নুসরাত ফারিয়া। ইতিমধ্যে নুসরাত ফারিয়া ‘হিরো ৪২০’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।