দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুই খ্যাতিমান অভিনেত্রী একজন চলচ্চিত্রের আনোয়ারা ও অপরজন টিভির আফরোজা বানু। এই গুণি দুই অভিনেত্রীর নতুন ছবি ‘মা’। ইতিমধ্যে শুটিং শুরু হয়েছে ছবিটির।
ইতিমধ্যে শুটিং শুরু হয়েছে নতুন চলচ্চিত্র ‘মা’র। বিএফডিসির ৪ নম্বর শুটিং ফ্লোরে শুরু হয়েছে এই ছবির কাজ। ছবিটিতে অভিনয় করছেন শাকিব খান এবং অপু বিশ্বাস।
‘মা’ পরিচালনা করছেন কালাম কাওসার। পরিচালক জানান, এই ছবির শুটিং চলবে টানা ফেব্রুয়ারির ১০ তারিখ পর্যন্ত। শাকিব ও অপুর দুই মায়ের চরিত্রে অভিনয় করবেন আনোয়ারা এবং আফরোজা বানু।
ছবির বিষয় হলো ‘মা’ কেনো? এমন প্রশ্নের উত্তরে পরিচালক কালাম কায়সার বলেছেন, ‘এ ধরনের ছবি ইতিপূর্বে একাধিকবার নির্মাণ হয়েছে, তারপরও একই রকম ছবি করছি কারণ বাংলাদেশের দর্শক নিজের গল্পটাই চলচ্চিত্রে দেখতে অভ্যস্ত। আমার বিশ্বাস এই ছবিতে দর্শকরা তাদের নিজেদের জীবনের অংশই দেখতে পাবেন। দু্ই মাকে নিয়ে আমার ছবির গল্প, দর্শকদের ভালো লাগবেই।’