The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এইচটিসির নতুন স্মার্টফোন বাজারে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তাইওয়ানের প্রতিষ্ঠান এইচটিসি তাদের বিখ্যাত ডিজায়ার সিরিজে নতুন একটি স্মার্টফোন বাজারে এনেছে। এইচটিসি ডিজায়ার ৬২৬ ডুয়েল সিম নামক হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে নীল এবং সাদা রঙে।

HTC-Desire-626

টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই স্মার্টফোনটি ভারতের বাজারে দাম রাখা হয়েছে ১৪ হাজার ৯৯০ রুপি। এটি বাংলাদেশী টাকায় দাম পড়বে ২২ হাজার ৪৮৫ টাকা।

জানা যায়, নতুন এইচটিসি ডিজায়ার ৬২৬ ডুয়েল সিম এই সেটটিতে রয়েছে:

১২৮০x৭২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে।
এই হ্যান্ডসেটটি চলবে ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে।
এই সেটটিতে কাজ করবে এইচটিসির বিখ্যাত সেন্স ইউআই।
ডুয়েল সিম।
১.৭ গিগাহার্জ অক্টা-কোর মিডিয়াটেক এমটি৬৭৫২ প্রসেসর।
২ জিবি র‌্যাম।
ভেতরে রয়েছে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত।

HTC-Desire-626-(2)

এছাড়াও এইচটিসির নতুন এই স্মার্টফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে এলইডি ফ্ল্যাশ এবং সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও।

এইচটিসির অন্যান্য স্মার্টফোনের মতোই এই হ্যান্ডসেটের সামনেও চমৎকার অডিওর জন্য রয়েছে ডুয়েল স্পিকার। কানেকটিভিটির জন্য সেটটিতে রয়েছে ৪জি এলটিই, থ্রিজি, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস ও সেইসঙ্গে রয়েছে ২ হাজার এমএএইচ ব্যাটারি।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...