দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘ভ্যালেন্টাইন ডে’ নিষিদ্ধ করা হয়েছে! ১৪ ফেব্রুয়ারির এই দিবসটিকে ইসলামপন্থিরা ইসলামের অবমাননা বিবেচনা করতে পারে বলে দেশটির সরকার মনে করে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘ভ্যালেন্টাইন ডে’ পালনের সব ধরনের আয়োজন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারির এই দিবসটিকে ইসলামপন্থিরা ইসলামের অবমাননা বিবেচনা করতে পারে বলে দেশটির সরকার মনে করে।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘ভ্যালেন্টাইন ডে’ পালন নিষিদ্ধ করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খানের নির্দেশে। তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেছেন, এটি রাজধানীর প্রশাসন কার্যকর করবে ও ডেপুটি কমিশনার প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিয়ন্ত্রণ করবে।
উল্লেখ্য যে, কট্টরপন্থি ইসলামী দল জামাত-ই-ইসলাম এই দিবসটি পালনের ক্ষেত্রে নানাভাবে বাঁধার সৃষ্টি করে আসছে। তবে রাষ্ট্রের পক্ষ হতে এই প্রথম দিবসটি পালনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। পিটিআই সূত্রের বরাত দিয়ে এ তথ্য দেওয়া হয়েছে।