দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইচ্ছে করলে খুব সহজেই আপনার ল্যাপটপকে WIFI-Hotspot বানিয়ে ফেলতে পারেন। এটি খুব সহজ কাজ। জেনে নিন কীভাবে বানাবেন।
আপনার ল্যাপটপ কে WIFI-Hotspot বানিয়ে ফেলুন ছোট্ট একটি সফটওয়্যার MY WIFI Router মাধ্যমে।
এটি একটি ফ্রি সফটওয়্যার, এটার জন্য Connectify এর মতো কোন ক্যাক , বা প্যাচ এর দরকার পড়ে না। এটি করার সিষ্টেমও খুব সহজ।
প্রথমে সাধারণ নিয়মে সফটওয়্যারটি Install নিন। এরপর এমন একটি উইন্ডো আসবে…
Screenshot_74 ল্যাপটপকে WIFI-Hotspot বানিয়ে ফেলুন।
সব ই মার্ক করা রইলো আশা করি বুঝতে সমস্যা হবে না। রিনেইম করার জন্য আগে ডিএক্টিভেট করে নিতে হবে ওয়াইফাই Deactivate Free Wifi বাটন-এ ক্লিক করে। পরে আবার এক্টিভেটও করতে হবে একই নিয়মে। এখন উপভোগ করুন WIFI-Hotspot.