দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি বিজ্ঞাপনী সংস্থা চালু করেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার এই সংস্থাকে দাঁড় করানোর জন্য নতুন নতুন মডেলও খুঁজে বেড়াচ্ছেন।
এমন কথা শোনার পর যে কেও ভাবতে পারেন আবার বিজ্ঞাপনী ব্যবসায় নামলেন বাঁধন! তবে আসলে ঘটনাটি তা নয়। এটি একটি ধারাবাহিকের গল্পমাত্র। তাতে এমনই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী বাঁধনকে।
মাইনুল হাসান খোকনের পরিচালনায় ধারাবাহিক নাটকটির নাম ‘আমি তুমি সে’। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যায়ন শুরু হয়েছে।
অভিনয় প্রসঙ্গে বাঁধন বলেছেন, ‘আমি আগেও অনেক চরিত্রে অভিনয় করেছি। এ ধরনের চরিত্রে এবারই প্রথম। দারুণ একটি গল্প এটি। আমার কাছে বেশ ভালো লেগেছে।’
বাঁধন আরও বলেন, ‘মাইনুল হাসান খোকন ভাইয়ের সঙ্গে আগে আরও দুটি ধারাবাহিকে কাজ করেছি। তিনি খুব চমৎকার একজন মানুষ। সবমিলিয়ে ভালো একটি ইউনিটে কাজ করছি। নাটকটি নিয়ে আমি বেশ আশাবাদী। দর্শকরা নাটকটি দেখে উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস।’
বাঁধন ছাড়াও নতুন এই ধারাবাহিকে আরও রয়েছেন নাজনীন হাসান চুমকি, নওশীন, নিলয় প্রমুখ।