দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভূমধ্যসাগর লিবিয়া ও গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের উপকূলে দুটি ডুবন্ত নৌযান হতে ১০৪টি মৃতদেহ ও ৩৪২ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার সকালে ইতালি এবং গ্রিসের কোস্টগার্ড মৃতদেহ ও জীবিতদের উদ্ধার করে।
গ্রিসের কোস্টগার্ডের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দুটি বড় মাছ ধরার নৌকায় করে কমপক্ষে ৯০০ অভিবাসীকে বহন করা হচ্ছিল। তবে ক্রিটের উপকূলে ঝড়ো হাওয়ার কারণে দুটি নৌযান ডুবে যায়। ডোবার সময় নৌকা দুটির অবস্থান ছিল গ্রিসের উপকূল হতে ৭৫ মাইল দক্ষিণে।
বিবিসি বলেছে, ৫টি বাণিজ্যিক জাহাজ, ২টি কোস্টগার্ড এবং গ্রিস বিমানবাহিনীর একটি বিমান এই ‘বিপুল সংখ্যক’ অভিবাসীকে উদ্ধারে সহযোগিতা করে।
গত সপ্তাহে ভূমধ্যসাগরে মাত্র দু’দিনে ৭ শতাধিক শরণার্থীর প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
ওই সংস্থাটির বরাত দিয়ে রয়টার্স জানায়, ৩টি নৌযান উল্টে বিপুল প্রাণহানির ঘটনা ঘটেছে।