দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গুলশানে হামলার প্রশংসা করে ভবিষ্যতে বাংলাদেশে আবারও হামলার হুমকি দিয়েছে সিরিয়ার আর-রাকায় অবস্থানকারী তিন বাংলাদেশী আইএস সদস্য।
গতকাল মঙ্গলবার এক ভিডিওবার্তায় এই হুমকি দিয়েছে তারা। সাইট ইনটেলিজেন্ট গ্রুপের ওয়েব সাইটে এই তথ্য জানানো হয়েছে।
ওই ভিডিও বার্তায় তিন আইএস সদস্য বাংলায় তাদের বক্তব্য দিয়েছে। সেখানে গুলশান হামলার প্রশংসা করে আবারও হামলার হুমকি দেওয়া হয়েছে। তারা কোরআনের আইন প্রতিষ্ঠার কথা পূনর্ব্যাক্ত করেছে।
উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে হামলা করে জঙ্গিরা। এই ঘটনায় ২ পুলিশ সদস্য, ১৭ বিদেশি নাগরিক এবং ৩ বাংলাদেশি নিহত হয়। পরে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হয়। অভিযানে জীবিত উদ্ধার হয় ৩ বিদেশিসহ ১৩ জিম্মি।