দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কিশোরগঞ্জের ঐতিহাাসিক শোলাকিয়া ময়দানের খুব নিকটে এক বোমা হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক পুলিশ কনস্টেবল ও এক হামলাকারী নিহত হয়েছে।
দেশের সর্ববৃহৎ ঈদের জামায়াত হওয়া কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের খুব কাছাকাছি স্থানে দুর্বৃত্তদের বোমা হামলার ঘটনায় পুলিশের এক কনস্টেবল ও এক হামলাকারী নিহত হয়েছেন। এছাড়াও আট পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
আজ (বৃস্পতিবার) ঈদুল ফিতরের জামাতের আগে ঈদগাহ সংলগ্ন আজিমুদ্দিন স্কুলের পাশে সকাল সোয়া ৯টায় এই ঘটনা ঘটে।
নিহত ওই পুলিশ সদস্যের নাম জহিরুল। আহত পুলিশ সদস্যদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের কিশোরগঞ্জ জেলা হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টায় শোলাকিয়ায় ঈদ জামাত হওয়ার কথা। এর কিছুক্ষণ আগে আজিমুদ্দিন স্কুলের পাশে টহল দিচ্ছিল একদল পুলিশ। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বোমা মেরে পালিয়ে যায়।