দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাম্প্রতিক সময় দেশের সিনেমা বাজারে ভারতীয় তথা কোলকাতার ছবি ঢুকে পড়ছে। বিষয়টি নিয়ে তোলপাড় ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ভারতীয় ছবি নিয়ে এবার ক্ষেপেছেন শাকিবও!
ভারতীয় ছবি বাংলাদেশে ঢুকে পড়ার বিষয়ে আড়ালে থাকেননি দেশের বর্তমান সময়ের এক নাম্বার নায়ক শাকিব খানও। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হওয়ায় তাকে প্রতিবাদে শামিল হতে হয়েছে।
‘কেলোর কীর্তি’ নামে কোলকাতার একটি ছবি বাংলাদেশে প্রদর্শিত হওয়ার কথা থাকলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে সেটি স্থগিত হয়ে যায়। বাংলাদেশে ভারতীয় ছবি প্রদর্শনীর বিরুদ্ধে ২০ জুলাইয়ের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে আয়োজিত মানববন্ধনেও হাজির হন তিনি।
মানববন্ধনে উপস্থিত বক্তব্যে শাকিব খান বলেন, ‘বিনিময়ের নামে আমাদের অসম প্রতিযোগিতার সামনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। কোলকাতার নতুন একটি ছবি আমাদের এখানে মুক্তি দিচ্ছে। পক্ষান্তরে কোলকাতার ব্যবসায়ীরা আমাদের দেশের পুরনো একটি ছবি নিয়ে যাচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলে তারা দু’একটা হলে আমাদের ছবি চালাচ্ছেন। তাদের ছবি আমাদের দেশের অধিকাংশ সিনেমা হলে মুক্তি দিয়ে তারা আমাদের দেশের টাকা নিয়ে যাচ্ছেন। আমরা আগেও তথ্যমন্ত্রী, তথ্যসচিবের সঙ্গে একাধিকবার বসেছি। তারা আমাদের আশ্বস্ত করলেও কোনো কিছু পরোয়া না করে এরই মধ্যে ওদের ছবি আমাদের দেশে চলে এসেছে। আমরা চাই এর একটা স্থায়ী সমাধান। যেখানে কলকাতা ৫ কোটি টাকায় ছবি বানায়, সেখানে আমাদের দেশের ৫০ লাখ টাকার ছবি প্রতিযোগিতায় নামলে সেটি অসম প্রতিযোগিতা হবে বৈকি।’
উল্লেখ্য, কোলকাতার ছবির বিরুদ্ধে শাকিবের প্রকাশ্য প্রতিবাদে অনেকেই তার প্রশংসা করেছেন। তবে পাশাপাশি তার সমালোচনাও করেছেন অনেকেই। গত ঈদে মুক্তিপ্রাপ্ত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে ব্যাপক অনিয়ম হয়েছে। ছবিটি বাংলাদেশে মুক্তি পেলেও কোলকাতায় মুক্তি দেওয়া হয়নি!