The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিলারিই: মিশেল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য হিলারি ক্লিনটনই একমাত্র যোগ্য প্রার্থী বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা।

Hilary next president of the United States

মিশেল ওবামা ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে এমন মন্তব্য করেন। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।

মিশেল ওবামা বলেছেন, ‘হিলারি অবশ্যই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হবেন। ‘এই নির্বাচনে, আমি দায়িত্ব নিয়ে তার ওপর এই আস্থা রাখছি যে, একজনই রয়েছেন যিনি সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য; তিনি আমাদের বন্ধু হিলারি ক্লিনটন।’

মিশেল ওবামা বলেন, ‘এই নির্বাচনে আমি তার (হিলারি) সঙ্গে রয়েছি।’ ওবামা প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারির প্রশংসা করেন মিশেল ওবামা। তিনি হিলারিকে দক্ষ ও শক্তিমান রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...