দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি আজ রাতেই কার্যকর হচ্ছে। ইতিমধ্যেই তিনটি এ্যাম্বুলেন্স কারাগারে প্রবেশ করেছে।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ ফাঁসি কার্যকর করা হবে বলে আজ (শনিবার) দুপুরে জানানো হয়।
মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর প্রক্রিয়ায় অংশ নিতে ইতিমধ্যে কারাগারে প্রবেশ করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ প্রবেশ করেন তিনি।
তার আগে মীর কাসেম আলীর পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করে বের হয়ে যান।
কারা সূত্র বলেছে, আজ রাতেই মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হবে। ইতিমধ্যে ফাঁসি কার্যকরের আনুষাঙ্গিক সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
পুলিশের পাশাপাশি কারাগারের ফটকে সারি বেঁধে অবস্থান করছেন বিপুল সংখ্যক র্যাব সদস্য। বিকাল ৪টার দিকে কারাগারে ঢুকেছে ফায়ার সার্ভিসের একটা গাড়ি। পুলিশের একটি জলকামান আগের রাতেই কারাগারের ভেতরে নিয়ে রাখা হয়।