দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পবিত্র ঈদ-উল-আযহার জন্য সরকারি ছুটির কারণে রাজধানী পুরোপুরি ফাঁকা। এক যানজটমুক্ত অন্যরকম রাজধানীর চিত্র।
ঈদের কারণে রাজধানীর বেশিভাগ মানুষ ঢাকার বাইরে। আর সে কারণে রাজধানীর গাড়ির সংখ্যা খুবই কম। মানুষজন নেই, গাড়ি নেই, অফিস নেই- সব মিলিয়ে এক নীরব-নিস্তব্ধ রাজধানী। সত্যিই এমন দৃশ্য দুটি ঈদ ছাড়া চোখে পড়ে না।
ঈদের ছুটি আগামীকাল শেষ হলেও রাজধানীতে পুরোপুরি ব্যস্ত হতে লাগবে আরও কয়েকদিন। অর্থাৎ আগামী রবিবার পুরোপুরিভাবে প্রাণ ফিরে পাবে রাজধানী ঢাকা।
ঈদের ছুটি ১১ সেপ্টেম্বর রবিবার হতে শুরু হলেও আগের দুইদিন অর্থাৎ বৃহস্পতিবার অফিস শেষ হওয়ার পরই রাজধানী ঢাকা ফাঁকা হতে শুরু করে। তবে যাদের শনি বা রবিবার টিকিট কাটা ছিলো তারা একটু দেরিতে রাজধানী ছেড়েছেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দেশব্যাপি ঈদ-উল-আযহা উদযাপিত হয়েছে। ঘরে ঘরে ঈদের আনন্দ ছিলো অন্যরকম এক আনন্দ। সারাদেশে পশু কোরবানির মাধ্যমে পালিত হয় পবিত্র ঈদ-উল-আযহা।