দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ক্যালিফর্নিয়ার স্যান্টা মনিকাতে অত্যাধুনিক মোটরসাইকেলের পর্দা উঠালো বিশ্বখ্যাত গাড়ি কোম্পানি বিএমডব্লিউ। যা সকলকে অবাক করে দেবে।
জানা গেছে, BMW-র ভিশন নেক্সট সিরিজের সাম্প্রতিক সংযোজন হলো এই মটোরাড ভিশন নেক্সট ১০০ মোটরসাইকল। বিএমডব্লিউ’র এই বাইক এতোটাই ইন্টেলিজেন্ট যে কোনওরকম প্রোটেক্টিভ গিয়ার এমনকি হেলমেট পর্যন্তও পরতে হবে না! এমন দাবিই করেছে বিএমডব্লিউ কর্তৃপক্ষ।
কী কী সুবিধা থাকছে এই মোটরসাইকলে?
# নতুন এই বাইকে রয়েছে সেল্ফ ব্যালেন্সিং সিস্টেম যার সাহায্যে চলমান কিংবা দাঁড়িয়ে থাকা অবস্থাতেও এই বাইক একেবারেই সোজা থাকবে, অর্থাৎ কোনও দিকে হেলে যাবে না!
# নতুন এই বাইকে থাকছে এক বিশেষ ধরনের কাচ যা শুধুমাত্র চোখের ইশারায় নিয়ন্ত্রণ করা যাবে। তাতে করে প্রতিফলিত হবে চালকের সামনের রাস্তা। অর্থাৎ চালকের গাড়ি চালানোর ধরনের উপর এই কাচ রাস্তার হালহকিকতের জানান দিবে!
# এতে থাকছে ডিজিটাল কম্পানিয়ন যা বাইক চালানোর সময় পরামর্শ দেবে নানা রকম অ্যাডজাস্টমেন্ট করার জন্য।
# নতুন এই বাইকে রয়েছে ‘ফ্লেক্সফ্রেম’, যার সাহায্যে চলন্ত অবস্থায় কেবলমাত্র বাইকের হ্যান্ডেল ঘোরালেই পুরো বাইকটির গতিমুখ পাল্টে যাবে। মোট কথা আধুনিক সকল সুযোগ-সুবিধার এই বাইকটি বিশ্বকে চমকে দেবে।
দেখুন অত্যাধুনিক ওই বাইকটি ভিডিওতে