The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

চার কুকুর জীবন বাঁচালো ফেলে যাওয়া সদ্যজাত শিশুকে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কুকুরকে আমরা ‌‘মানুষের পরম বন্ধু’ হিসেবে জানি। এবার সেই কথা প্রমাণ হয়েছে। চার কুকুর এবার জীবন বাঁচালো ফেলে যাওয়া সদ্যজাত শিশুকে!

four-dog-and-saved-babies

এবার ভারতের পশ্চিমবঙ্গে এক পরিত্যক্ত সদ্যোজাতকের জীবন বাঁচিয়ে ফের চলতি প্রবাদটির সত্যতা প্রমাণ করেছে চার কুকুর!

শনিবার সকালে স্কুলের পথে রওনা দিয়েছিলেন মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের শিক্ষক উল্লাস চৌধুরি। আচমকাই শিশুর কান্না শুনে থমকে দাঁড়ান। পথের ধারে ঝোপের আঁড়ালে উঁকি দিতেই চমকে ওঠেন উল্লাস চৌধুরি। তিনি বিস্মিত হন, কারণ এক সদ্যোজাত শিশুকে ঘিরে রেখেছে চারটি কুকুর! অক্ষত শিশুটি অবিরাম কেঁদে চলেছে। তবে উল্লাসকে দেখে লেজ নেড়ে যেনো খানিকটা স্বস্থির আশ্বাস পেলো ওই চার কুকুর।

ঘটনা দেখে দ্রুতই এলাকার বাসিন্দাদের খবর দিলেন উল্লাস। এরপর তারই এক প্রতিবেশী পারভিন সেন শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান।

উল্লাস বিষয়টি সম্পর্কে বলেছেন, শিশুটিকে নিরাপদ আশ্রয়ে না পাঠিয়ে ঘটনাস্থল হতে নড়েনি কুকুরগুলো। তারপর শিশুটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ বলেছে, আপাতত দেবেন মাহাতো সর্দার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই কন্যা সন্তান। সুস্থ হলে একটি সরকারি হোমে তাকে পাঠানো হবে। যদিও, ইতিমধ্যে শিক্ষক উল্লাস চৌধুরি শিশুটির নামকরণ করেছেন। নবজীবন পেয়েছে বলে শিশুটির নাম দিয়েছেন ‘সানিয়া’।

তুমি এটাও পছন্দ করতে পারো
bn_BDBengali