The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

হুয়াওয়ের নতুন স্মার্টফোন আসছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হুয়াওয়ে পি ৯ মডেলের স্মার্টফোনের নতুন সংস্করণ বাজারে আসছে। আগামী মার্চ বা এপ্রিলে এটি বাজারে আসতে পারে।

হুয়াওয়ের নতুন স্মার্টফোন আসছে 1

নতুন এই ফোনটির ডিসপ্লে ৫.৫ ইঞ্চির কোয়াড এইচডি। ৬ কিংবা ৪ জিবি র‌্যামের এই ফোনটির বিল্টইন মেমোরি ৬৪ জিবি বা ১২৮। নতুন এই ফোনটিতে লাইকা প্রযুক্তির ডুয়েল ক্যামেরা থাকবে। এই স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। একটি সংবাদ মাধ্যমকে এ তথ্য দিয়েছেন হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা জু চেনডং।

অপরদিকে হুয়াওয়ে পি১০ ফোনটিতে থাকবে ১.৮ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর। আরও থাকবে নিজস্ব হাইসিলিকন চিপসেট কিরিন ৯৬০। এই ফোনটি অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেম চালিত হবে। তবে নতুন এই ফোনটির দাম সম্পর্কে কিছুই জানানো হয়নি এখনও।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...