দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে রেললাইনে সেলফি তুলতে গিয়ে নিহত হয়েছে দুই কিশোর। কিশোররা দিল্লীর পূর্বে রেললাইনে দাঁড়িয়ে ট্রেনের সামনে ছবি তোলার চেষ্টা করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ বলেছে, ছবি তোলার সময় কিশোরদের মধ্যে দু’জন তাড়াতাড়ি সরে যেতে ব্যর্থ হলে তারা রেলগাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু ঘটে।
‘ছবি তোলার সময় একটি ট্রেন চলে এলে তারা সরে দাঁড়ায়। তবে উল্টোদিক থেকে অপর একটি ট্রেন চলে আসে। তারা দুটি ট্রেনের মাঝখানে আটকে যায়। দুটি ট্রেনের যেকোন একটির নীচে তারা চাপা পড়ে’।
রেলওয়ে পুলিশের একজন কর্মকর্তা বলেছেন যে, ছবি তোলার জন্য ওই কিশোররা একটি পেশাদারী ক্যামেরাও ভাড়া করে এনেছিলো।
গতবছর ভারতের উত্তর প্রদেশের এক খরস্রোতা নদীতে সেলফি তুলতে গিয়ে দুজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়।
তারপূর্বে ১৮ বছর বয়সী এক তরুণী সেলফি তুলতে গিয়ে সমুদ্রে ডুবে গেলে মুম্বাইয়ের ১৫টি স্থানকে ‘সেলফি তোলার জন্য বিপদজনক’ এলাকা হিসেবে ঘোষণা করে ওই শহরটির পুলিশ।
উল্লেখ্য, সেলফির কারণে ভারতেই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে বলে গতবছরের একটি গবেষণায় উঠে এসেছে। কার্নেগী মেলোন বিশ্ববিদ্যালয় এবং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায় যে, ২০১৪-১৫ সালে বিশ্বজুড়ে ১২৭টি সেলফি সংক্রান্ত মৃত্যুর ঘটনার মধ্যে ৭৬টিই ঘটেছে ভারতে।