দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খাবার ছাড়া কী কখনও বাঁচা যায়? খাবারের চাহিদা মেটানোর জন্যই মানুষকে রোজগার করতে হয়। পরিশ্রম করে আয় রোজগার করতে হয়। তবে এমন এক ব্যক্তির খোঁজ পাওয়া গেছে যিনি শুধুমাত্র লতাপাতা খেয়ে কাটিয়ে দিয়েছেন ২৫ বছর!
লতাপাতা খেয়ে বেঁচে থাকার এমন ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। দেশটিতে মেহমুদ বাটের ক্ষেত্রে ঘটেছে এমন ঘটনা। বেঁচে থাকতে তার কোনো সুস্বাদু খাবারের প্রয়োজন হয় না। শুধু গাছের পাতা ও শাখা-প্রশাখা হলেই তার চলে। তা খেয়েই জীবনেরন ২৫টি বছর দিব্যি কাটিয়ে দিয়েছেন। তবে মেহমুদ শখের বশে গাছের পাতা খাওয়া শুরু করেননি। খাবার কেনার জন্য কোনো অর্থই তার ছিল না দরিদ্র এই মেহমুদের কাছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছেন এমনটিই।
মেহমুদ বসবাস করেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরে। জীবনের ৫০ বছরের মধ্যে ২৫ বছরই পাতা খেয়ে বেঁচে রয়েছেন তিনি। এই সময়ে নাকি একবারের জন্যেও অসুস্থ হননি মেহমুদ।
পাতা খাওয়ায় অভ্যস্ত হওয়ার কয়েক বছর পর একটি চাকরি পান মেহমুদ। তার অর্থিক অবস্থাও বেশ স্বচ্ছল হয়। তবুও তার আগের সেই অভ্যাস পরিবর্তন হয়নি। বর্তমানে খাবার কেনার সামর্থ্য থাকলেও খেয়ে চলেছেন লতাপাতা। মেহমুদ বলেছেন, ‘লতাপাতা খাওয়া এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে।’